নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আসন্ন রমজান মাস উপলক্ষে জনগনের চলাচলের সুবিধার্থে বুধবার সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত নারায়ণগঞ্জ চাষাঢ়া এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ডিপিডিসি ও সিটি কর্পোরেশন এই ৪ টি সংস্থার যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয় ।
উচ্ছেদ অভিযানের সময় নেতৃত্বে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শফিকুল ইসলাম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া , সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মো. বদরুল আলম , অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ডিপিডিসি সাব স্টেশন ইঞ্জিনিয়ার অলিউর রহমান, জেলা প্রশাসনের পক্ষে এনডিসি এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল সহ উচ্ছেদ কারী দলের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জের চাষাঢ়া, ডনচেম্বার, খানপুর, কালীরবাজার, ১ ও ২ নং রেলগেইট, দিগুবাজার, বাস ও লঞ্চ টার্মিনাল সহ কয়েকটি জায়গায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলম মোল্লা জানান , আসন্ন রমজান মাস উপলক্ষে চারটি সংস্থার উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জনগনের চলাচলের সুবিধার্থে আমাদের আজকের এই অভিযান।