স্টাফ রিপোর্টার,শহর
বুধবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ২য় তলায় কাস্টমস , এক্সাইজ ও ভ্যাট , নারায়ণগঞ্জ বিভাগের আয়োজনে মূল সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন , ২০১২ করদাতা উদ্ধুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় ।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নারায়ণগঞ্জ বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মুখলেছুর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা বাবলী ও বিশেষ অতিথি ছিলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ ) ঢাকার কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান , নারায়ণগগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার সানজিদা খাতুন , এফবিসিসি আই এর সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রিস এর সিনিয়র সহ সভাপতি জনাব মঞ্জুরুল হক , এফবিসিসি আই এর পরিচালক প্রবীর কুমার সাহা, বিকেএমইএ (অর্থ ) সহ সভাপতি জি এম ফারুক প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে হোসনে আরা বাবলী এমপি বলেন , বাংলাদেশ সরকার লক্ষ্য ভিশন-২০২১. আর এর অন্যতম দিক হল ডিজিটালাজেশন এবং দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করা। অনলাইন ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে ট্যা´প্রেয়ারার্স কমপ্লিয়ানস উন্নত করে দেশের বিনিয়োগ, ব্যবসা -বানিজ্য বৃদ্ধিতে সহায়তা করা এবং রাজস্ব আদায়ের বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করদাতা অফিসে না গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে বা ঘরে বসেই সম্পূর্ণ অনলাইনে নিবন্ধন করতে পারবেন এর সুষ্ঠু ব্যবস্থা করছে এই সরকার । রাজস্ব আদায়ের বৃদ্ধির লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়ন । নতুন মূসক আইন বাস্তবায়নে করদাতা গণদের সচেতনতা বৃদ্ধি ও উদ্ধুদ্ধকরণ করছে । আসুন আমরা সম্মলিতভাবে কর আদায় করি। এসময় তিনি এক প্রশ্নের উত্তরে বলেন আমি নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের চিনি ও জানি আমার পরিবার ও ব্যবসার সঙ্গে জড়িত তারা অনেক কষ্ট করে ব্যবসা করেন । ব্যবসায়ীদের অনেক সমস্যার মুখমুখি হতে হয় । এত কষ্ট করে ও আপনারা শুল্ক আদায় করে ব্যবসা করছেন । ব্যবসায়ীদের সাথে যেন বন্ধু মূলক আচরন করেন ও তাদের মালামাল যেন কাস্টমস থেকে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কাস্টমস , এক্সাইজ ও ভ্যাট কমিশনারদের অনুরোধ জানান ।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা দক্ষিনের কমিশনারেট কাজী মোস্তাফিজুর রহমান বলেন, সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করেই নির্ধারিত সময়ে নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ যথাযথভাবেই বাস্তবায়ন করা হবে। এরই ধারাবহিকতায় আজকের এই আলোচনা। নতুন আইন বাস্তবায়ন করা হলে করদাতাদের ব্যবসা পরিচালনা ব্যায় হ্রাস পাবে। এতে অনলাইনের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। ফলে ব্যবসায়ীরা ঝামেলা বিহীন ভাবে কর পরিশোধ করে ব্যবসা বানিজ্য পরিচালনা করতে সক্ষম হবে।
সানজিদা আক্তার বলেন, নতুন মূসক ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়ন হলে ব্যবসায়ীরা মূসক দপ্তরে না গিয়ে নিজের অফিসে বসে বা নিজেদের বাসায় বসে অনলাইনের মাধ্যমে কম সময়ে এবং ঝামেলা মুক্তভাবে মূসক প্রদান করতে পারবেন।
প্রবীর কুমার সাহা বলেন, ব্যবসায়ীরা সমাজ এবং দেশের অগ্রগতির উন্নয়নে অবদান রেখে চলছেন যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, নতুন আইনের সুবিধাসমূহ ব্যবসায়ী সমাজ অবগত আছেন। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক করদাতাগনের সচেতনতা বৃদ্ধি ও উদ্বদ্ধকরণ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া উক্ত সভায় বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক সহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ সকলে নতুন মূসক ও সম্পূরক শুল্ক আইন ২০১২ কার্যকর হলে দেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।