বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন ( ২০২১- ২০২২ ) সালের নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এড.মুহাম্মদ মোহসীন মিয়া।
মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে নির্বাচনী মনোনয়ন বোর্ডে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ উর রউফের কাছ থেকে তারা এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
জানাগেছে, এড. মুহাম্মদ মোহসীন মিয়া মনোয়নয়নপত্র সংগ্রহ করে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি । গত নির্বাচনে তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে বিপুল ভোটে দাপুটের সহিত বিজয়ী হন। তিনি আশা ব্যক্ত করে বলেন, ইনশাল্লাহ দল যদি আমাকে সভাপতি পদে মনোনয়ন দেয় তাহলে আগামী নির্বাচনেও বিপুল ভোটে বিজয়ী হবো।
প্রসঙ্গত, আগামী ২৮ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।