বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যাবসায়ী মো. আলমগীর (৫৮) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সোমবার সকাল ৯টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি সোনারগায়েঁর প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী হাজী আজম আলী মুন্সির ছেলে এবং যুগান্তরের সিনিয়র সাব-এডিটর এমএম সালাহউদ্দিনের দাদা মো. হাবিবুর রহমানের চাচাতো ভাই।
এক সপ্তাহ আগে তার করোনা ধরা পড়লে রাজধানীর ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
মো. আলমগীর স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে এমপি লিয়াকত হোসেন খোকা ও সাবেক এমপি কায়সার হাসনাতসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
সোমবার বাদ আছর নিজ গ্রাম সোনারগাঁয়ের ভাগলপুরে পাঁচপীর মাজারে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।