বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন তারাব পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারী। নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রাতের অন্ধকারে ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। যার যার মতো করে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। নতুন পদ্ধতিতে ভোট গ্রহণ নিয়ে ভোটারদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে নির্বাচন কমিশন বলছেন ইভিএম বিষয়ে ভোটারদের সঠিক ধারণাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে যে প্রার্থী বিজয়ী হোক না কেন শান্তিতে থাকতে চান এমন প্রত্যাশা এলাকাবাসীর।
৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মোসাঃ আছমা বেগম বলেন, বিগত ১০ বছর জনগনের সেবা করেছি। জনগনের সুখ দুঃখে পাশে ছিলাম। করোনাকালীন ও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে কাজ করেছি।ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছি জনগন আমার পাশে আছে ইনশাআল্লাহ আমাকে ভোট দিয়ে পুনরায় জয়ী করবেন। এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) মন্ত্রী মহোদয় ও তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজীর সাথে থেকে জনগনের সেবা করার সুযোগ করে দিবেন।