নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাচানী, খাসেরগাঁও, শান্তিনগর সহ বিভিন্ন এলাকায় গতকাল রবিবার দিনভর ব্যাপক গণসংযোগ করে চরগোয়ালদী বাজারে উঠান বৈঠক করেছেন আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দোয়া ও ভোট কামনা করেন।
উঠান বৈঠকে ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আমান উল্লা, এমদাদুল হক, লাল মিয়া, শহীদুল ইসলাম, সুরুজ মিয়া, শাহ আলম মেম্বার, জাপা নেতা অখিল উদ্দিন মেম্বার, জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা আশেক আলী, যুবলীগ নেতা শাহাবুদ্দিন প্রধান, শামসুজ্জামান শামসু, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফয়সার ভুইয়া, সাধারন সম্পাদক ফাহিম আহাম্মেদ, আলী আকবর সহ শতাধিক লোক অংশ নেন।
এ সময় চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও গভেষনা সম্পাদক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের থেকে নির্বাচন করতে ইচ্ছুক। আশাকরি দল আমাকে মূল্যায়ন করে দলীয় প্রতিক উপহার দেবেন। যদি আল্লাহ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে পিরোজপুরকে আমি একটি মডেল ইউনিয়নে পরিনত করবো ইনশাআল্লাহ।