বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গরুর ফার্মে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল ফার্মে দায়িত্বরত দুই পাহারাদারদের পিটিয়ে আহত করে হাত-পা বেঁধে ফার্ম থেকে ৯টি বড় আকারের ষাড় গরু ট্রাক যোগে লুট করে নিয়ে গেছে।
ফার্মের মালিক ও পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার(২৬ সেপ্টেম্বর) ভোররাতে ১৫/১৬জনের ডাকাতদল উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দীঘলদী এলাকায় আজাদ ডেইরী ফার্মের দেয়াল টপকিয়ে ফার্মের ভিতরে প্রবেশ করে। ভিতরে থাকা দুই পাহারাদার রফিকুল ইসলাম (২৪) ও রিফাত(২৩) ডাকাতদের বাঁধা দিতে গেলে ডাকাতরা তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে তাদের হাত-পা বেঁধে ফেলে তাদের কাছ থেকে গেইটের চাবি কেড়ে নেয়। পরে ডাকাতরা ফার্ম থেকে বড় আকারের ৯টি ষাড় গরু লুট করে ট্রাক যোগে নিয়ে যায়।
ফার্মের মালিক আজাদ খান সোহাগ জানান, তার ফার্মের দুধালো ও ষাড় গরু সহ ৮০টির মতো গরু ছিল। ডাকাতরা দেয়াল টপকিয়ে ভিতরে গিয়ে পাহারাদারদের অস্ত্রের মুখে আটকিয়ে তাদের কাছ থেকে গেইটের চাবি নিয়ে গেইট খুলে ট্রাক নিয়ে যায় ফার্মে। রাত আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত প্রায় ঘন্টা ব্যাপী সময় ধরে ফার্ম থেকে গরু গুলো ট্রাকে লোড করে ডাকাতরা স্বদর্পে চলে যায়। এ ব্যাপারে আজাদ খান সোহাগ আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দেন। তবে এ পর্যন্ত পুলিশ গরু উদ্ধার বা ঘটনার সাথে জড়িত কোন ডাকাতকে গ্রেফতার করতে পারেনি।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ভবর পেয়ে ঘটনাস্থল নিজে পরিদর্শন করি। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান।