নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আসন্ন মুসাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেন বলেছেন,আপনারা আমাকে পূর্নঃনির্বাচিত করলে মুসাপুরকে বাংলাদেশের সেরা মডেল ইউনিয়নে রূপান্তরিত করবো। চেয়ারম্যান পদ নিয়ে আমার কোন লোভ লালশা নেই। উন্নয়নটাই আমার প্রধাণ লক্ষ্য। আগামী ৫ বছর আপনাদের সেবা করার সুযোগ পেলে মুসাপুরবাসীকে বিন্দুমাত্র সমস্যা পোহাতে দেয়া হবেনা। রোববার রাত ৮টায় লাঙ্গলবন্দস্থ প্রেমতলা যাত্রীনিবাসে এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। মাকসুদ হোসেন আরো বলেন,কথা দিচ্ছি পূর্ণঃনির্বাচিত হলে সবার আগে গ্যাসের সমস্যার সমাধান করা হবে। ইতোমধ্যে আপনারা জেনেছেন আপনাদের সেবার জন্য আমি নিজ অর্থায়নে রাস্তা-ঘাট নির্মাণ এবং সংস্কার করেছি। মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। আমার কাছে দলমত নির্বিশেষে সবাই সমান। অতীতে যারা আমার বিপক্ষে কাজ করেছে আমি তাদের প্রতি কোন অবিচার করিনি,অনেকে আক্রোশের বশীভূত হয়ে অনেক কিছুই করে থাকে। কিন্তু হলফ করে বলতে পারি নির্বাচনের পরে আমি কারো বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হইনি। ষড়যন্ত্রকে আমি ঘৃনা করি। অনেকেই আমাকে নিয়ে নানা অপ-প্রচার চালাচ্ছে তাতে আমার কোন সমস্যা নেই। আমার বিশ্বাস প্রতিপক্ষের লোকজন যত বদনাম করবে আমার জয়ের পাল্লা তত ভারী হবে। জনগণ ভাল করেই জানে সমালোচকদের কাজ বকবক করা আর আমার কাজ উন্নয়ন করা। অতএব ভোট নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই আমার মাথা ব্যাথা জনগনের সেবা নিয়ে এলাকার উন্নয়ন নিয়ে। মাকসুদ হোসেন ছাড়াও মতবিনময় সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোঃ আবুল জাহের। স্থানীয় সমাজ সেবক মোঃ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগনেতা মোঃ ইকবাল হোসেন,সাবেক ইউপি মেম্বার মোঃ শাহাবুদ্দিন,জাতীয় পার্টির নেতা মোঃ মহসিন,মোঃ কবির হোসেন,মোঃ মোতালিব,মোঃ তাজুল ইসলাম,মোঃ শফিকুল ইসলাম,মোঃ মহসিন,মোঃ আলামিন,মোঃ জালাল উদ্দিন,মোঃ শাহ-আলম,মোঃ মাহাবুব, ,মোঃ রনি,আবু তালেব,আব্দুর রহিম প্রমুখ।