নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আমাদের অঙ্গীকার- ‘‘কুষ্ঠ প্রতিবন্ধি শিশু একটিও নয় আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল ৯টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে। দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতার র্যালিিট জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বের হয়ে রিক্সাবহরসহ শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা সিভিল সার্জন আশুতোষ দাশের অনুমতিক্রমে র্যালী তত্বাবধায়নে ছিলেন টিবি লেপ্রসি সেন্টারের এমও ডাঃ প্রবীর কুমার দাস। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল আফিসার ডাঃ মিতালী আক্তার, প্রোগ্রাম অর্গানাইজার (কুষ্ঠ) আলতাফ হোসেন মোল্লা, জেলা সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষাস্বাস্থ্য কর্মকর্ত্ ামোঃ আমিনুল হক ও জেলা ইপিআই তত্বাবধায়ক লুৎফর রহমান। এ ছাড়াও দি লেপ্রসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিএইচএফ টমাস রিচার্ড রোজারিও, সিআরপি আবু জাহিদ, সীমা আক্তার, স্মৃতি আক্তার ও নাজনীনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
১৯৫৪ সাল থেকে সারাবিশ্বে জানুয়ারী মাসের শেষ রবিবার ‘‘বিশ্ব কুষ্ঠ দিবস” পালিত হয়ে আসছে। সাধারণ মানুষের মধ্যে এই পুরাতন রোগ সম্পর্কে ভুল ধারনা রয়েছে। বিশ্ব কুষ্ঠ দিবসের মূল উদ্দেশ্য হল-কুষ্ঠরোগ সম্পর্কে জনগনকে সঠিক ধারন দেয়া, সচেতন করা এবং তাদের দৃষ্টি আকর্ষণ করা। যেমন- কুষ্ঠ রোগের কারণ ও লক্ষণ কি কি? চিকিৎসা কোথায় পাওয়া যাবে ও কিভাবে এ রোগ প্রতিরোধ করা যায়। এ দিবসটি পালনের মধ্য দিয়ে জনগন কুষ্ঠরোগ সম্পর্কে জানবে এবং সচেতন হতে পারবে। আক্রান্ত ব্যাক্তিরা তাদের মর্যাদা নিয়ে স্বাভাবিক জীবন-যাপন করবে।