স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকীতে রাজধানীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তিনি খাবার বিতরণ করেন। ঢাকা মহানগর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে ।
এর আগে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
পরে মানিক মিয়া এভিনিউ টি এন্ড টি মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে দুস্থদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন বিএনপি নেত্রী। সেখান থেকে মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি, কলাবাগান, আজিমপুর, পুরান ঢাকার লালবাগ, মৌলভী বাজার, বংশাল, জজ কোর্টের সামনে, নয়াবাজার ও হাইকোর্ট প্রাঙ্গণে খাবার বিতরণ করেন তিনি।
আর বিকেল পৌনে ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খাবার বিতরণ করেন খালেদা জিয়া। এ ছাড়া শাহজাহানপুর, মতিঝিল, বাংলা মটরের বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
৩১ মে ও ১ জুনও রাজধানীতে খাবার বিতরণ কর্মসূচি পালন করবে দলটি।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদৎবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী কিছু সেনাসদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে জিয়াউর রহমানের ভূমিকা অবিস্মরণীয় হয়ে আছে। জেড ফোর্সের অধিনায়ক হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেন তিনি। ’৭৫ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তিনি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।