বিজয় বার্তা ২৪ ডট কম
শহরেরর ব্যবসায়িক প্রানকেন্দ্র নিতাইগঞ্জের যানজট সমস্যা ও অবাধে ট্রাক রাখার সমস্যা সহ সকল সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মুস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার(০৩ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে সদর মডেল থানা কমিউনিটি পুলিশিং’র আয়োজনে ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজকে যারা এখানে বক্তব্য রেখেছেন সবাই নিতাইগঞ্জের সমস্যার কথা বলেছেন। আপনারা সবাই জানেন আমার যে বাসভবন তা নিতাইগঞ্জে, আমি যোগদানের পরে পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলে একটা পুলিশের টিম সেখানে থাকে কিন্তু তা পর্যাপ্ত না। যেহেতু আমাদের পুলিশের সংখ্যা কম আমি আগামী এক সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যে এখানকার নেতৃবৃন্দদেরসহ স্থানীয় কাউন্সিলরদের সহায়তা চাইবো। আলোচনা সাপেক্ষে সবার সমন্বয়ের মাধ্যমে দ্রুত নিতাইগঞ্জের সমস্যাগুলোর সমাধান করা হবে।
তিনি আরো বলেন, কাজ করতে গিয়ে আপনি যদি সঠিক পথে থাকেন আর আপনি যদি সেখানে হয়রানির শিকার হলেন আর আমরা যদি প্রতিরোধ না করতে পারি তাহলে তো আমাদের এখানে থাকার দরকার নেই। আপনারা আমাদের জানাবেন আমরা কথা দিচ্ছি পুলিশ সুপারের নির্দেশে আমরা আপনাদের পাশে থাকবো।
তিনি আরো বলেন, আপনাদের টেক্সে আমাদের বেতন হয়। আপনাদের সেবক হিসেবে আমরা নিয়োজিত। আপনাদের আরো ভালো সেবা দেয়ার জন্য আমরা চাই যে নারায়ণগঞ্জে আরো ভালো পুলিশিং’র ব্যবস্থা করতে।
তিনি আরো বলেন, আগামী ১ মাসের মধ্যে প্রতিটি থানার অফিসারদের কক্ষে সিসিটিভি ক্যামেরা সংযুক্ত করা হবে, যা জেলা পুলিশ সুপারের অফিস থেকে মনিটরিং করা হবে। শুধু একা কারো পক্ষে কোনো সমস্যার সমাধান করা সম্ভব না। আমার আপনার সম্মিলিত প্রচেষ্টায় যদি সামনে আগাই তাহলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন তা পূরণ হবে।
এসময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,জেলা কমিউনিটি পুলিশিংএর সভাপতি ডা. শাহনেওয়াজ, নাসিক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, মহানগর কমিনিটি পুলিশং সভাপতি মোহাম্মদ সোলায়ামান, সদর থানা কমিউনিটি পুলিশং এরসভাপতি শংকর সাহা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুলু প্রমুখ।