বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে একটি প্রতিষ্ঠানে র্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের নকল ইলেকট্রনিক্স ও প্রসাধনী পন্য সহ ৭ জনকে আটক করা হয়েছে।
বৃহষ্পতিবার রাতে শিমরাইলস্থ মুনস্টার মার্কেটিং প্রাইভেট লিমিটেডের কারখানায় বিএসটিআইয়ের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটকৃতরা হলেন- প্রতিষ্ঠানটির মালিক বেলায়েত হোসেন, শ্রমিক সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, মাঈনুল ইসলাম, সোহাগ, রাজিব ও কাওসার।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সটার নামে প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে নকল পন্য তৈরির প্রমান পাওয়া যায়। অভিযানে প্রায় ৮০ কোটি টাকা মূল্যের বিদেশী বিভিন্ন ব্রান্ডের স্যামসাং, এলজি, সনি ব্রাভিয়ার ও নকল প্রশাধনী জব্দ করা হয়েছে। এসময় প্রতিষ্ঠানটির মালিক সহ সাতজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।