নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াতআইভী বলেছেন,শান্তিনগরবাসী’র কাছে আমি চিরঋৃণী হয়ে গেছি। বিগত নির্বাচনে তারা ভোট দিয়ে আমাকে ঋৃণী করেছে আর আজকে সম্মান জানিয়ে আমাকে ভালবাসার ঋৃণী করেছে। তাদের এই ঋৃণ আমি কোনদিনই শোধ করতে পারবোনা। তবে আমি চেষ্টা করবো উন্নয়নের মধ্য দিয়ে শান্তিনগরবাসী’র ঋৃণ শোধ করতে। সোমবার বিকেল ৪টায় বন্দরের ১৯ নং ওয়ার্ডের শান্তিনগর এলাকায় আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ উপলক্ষ্যে আয়োজিত মদনগঞ্জ শান্তিনগর-বেবীষ্ট্যান্ড হতে লক্ষ্যারচর ও লঞ্চঘাট পর্যন্ত আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র আইভী আরো বলেন,অবধারিত ৪ বছরে আমি আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের দুঃখ-দুর্দশা লাঘব করতে। নাগরিক সমস্যার সমাধাণ করতে জানিনা কতটুকু উন্নয়ন আমি করতে পেরেছি। ৪ বছরে যদি আপনাদের সামান্যতম সেবা করে থাকি তাহলে অনুরোধ থাকবে সেই অধিকারের ভিত্তিতে আমার জন্য দোয়া করবেন। আগামী নির্বাচনেও আমি মেয়র পদে প্রার্থীতা করবো ইনশাল্লাহ। আমি জানি আমার বিপক্ষে অনেক ক্যাডার বাহিনী মাঠে থাকবে। কিন্তু আল্লাহ যদি সহায় হয় তাহলে কোন ক্যাডার বাহিনীর সাধ্য নাই যে আমাকে ঠেকায়। এই চেয়ারের মালিক শুধুই আল্লাহ। একমাত্র তিনিই বলতে পারবেন আগামী নির্বাচনে কি ঘটবে। পরিশেষে তিনি এম এন ঘোষাল রোডের আসাদ প্রধাণের বাড়িতে গড়ে তোলা চিকিৎসা কেন্দ্রটি আধুনিক মাতৃসদনে রূপান্তরিত করার আশ্বাস দেন। এছাড়া ভাল জায়গা দেয়া হলে তিনি শান্তিনগরে একটি গার্লস স্কুল নির্মাণেরও প্রতিশ্রুতি দেন। ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সাগর,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন নূর,২১ নং ওয়ার্ড কাউন্সিলর গঞ্জআলহাজ্ব হান্নান সরকার,২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমি। মদনগঞ্জ বাজার কমিটির অর্থ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র আইভী’র পিএস হাজী সুফিয়ান আহমেদ,বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ আমজাদ হোসেন,প্রবীণ আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল হক মাতবর,শান্তিনগর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী কফিলউদ্দিন আহম্মেদ,মোঃ আজিজুল হক আজিজ,কেন্দ্রীয় চলচ্চিত্রলীগ নেতা দেলোয়ার হোসন মদিল,মোঃ সোহাগ খান,