বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের নয়া কমিটিকে চার সদস্যের প্রত্যাখানের বার্তাটি হুবহ তুলে ধরা হল-
নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের তথাকথিত কমিটি গঠন নিয়ে আমাদের বক্তব্য
এতদ্বারা নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সকল সদস্যের অবগতির জন্য জানাচ্ছি যে, গত ১২/০৮/২০২০ইং তারিখে সংগঠনের নতুন কমিটি ঘোষনা ও উক্ত কমিটির হাতে বর্তমান কমিটির দ্বায়িত্বভার তুলে দেয়ার যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তা একেবারেই কতিপয় ব্যক্তির নিজস্ব ও মনগড়া। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যে, গত ৯ বছর ধরে পত্রিকা প্রকাশকদের এই সংগঠনের একাধিকবার কমিটি গঠন হলেও এই প্রথমবারের মত যুদ্ধাপরাধীদের দল স্বাধীনতা বিরোধী বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে অভিনন্দন দেয়া হয়েছে, যা দেখে আমরা বিস্মিত ও শংকিত। বাস্তবতা দৃষ্টে মনে হচ্ছে স্থানীয় পত্রিকা ও সংবাদপত্র তথা সাংবাদিক সমাজকে বিতর্কিত করা কিংবা কোন কিছুর বিনিময়ে কলঙ্কিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে। আমরা পত্রিকা প্রকাশকরা পেশাদার সাংবাদিক হলেও যেকোন রাজনৈতিক মতার্দশে বিশ^াসী হতে পারি কিন্তু স্বাধীনতা বিরোধীদের এই অকাস্মত উল্লাস এর নেপথ্যে কোন দূরভিসন্ধিও আছে বলে আমরা মনে করি। কারন, আমরা পত্রিকা প্রকাশকদের সংগঠনটি কোন রাজনৈতিক সংগঠন নয়।
পাশাপাশি নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের নয়া কমিটির সভাপতি হিসেবে যার নাম প্রকাশিত হয়েছে ,প্রকৃতপক্ষে তিনি এই সংগঠনের কোন সদস্য নন বলে আমরা জানি। পাশাপাশি যাকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়েছে তিনি সংগঠনের কর্মকান্ডে সর্বদাই ছিলেন গরহাজির এবং এমনকি গত ৬বছরে সংগঠনের কোন মাসিক সভায় তার উপস্থিতি ছিল বলে আমাদের স্মরণে নেই। প্রকৃতপক্ষে ঐ দিন সংগঠনের আগামী নির্বাচন, কর্মপরিধি বৃদ্ধি ও নতুন সদস্য সংগ্রহের ব্যাপারে একটি আনঅফিসিয়াল সভা অনুষ্ঠিত হয়, যা সংগঠনের কোন মাসিক বা সাধারন সভা ছিল না। উক্ত সভায় উপস্থিতি ও সংবাদ বিজ্ঞপ্তির নিমিত্তে আমরা সকলেই স্বাক্ষর করলেও পরবর্তীতে সেটিকে কমিটি গঠন বলে চালিয়ে দেয়া হয়েছে, যা অত্যন্ত গর্হিত ও প্রতারনার সামিল বলে আমরা মনে করি। প্রকৃত পক্ষে বর্তমান কমিটির (সভাপতি আরিফ আলম দীপু ও সাধারন সম্পাতক কামরুল হাসান সোহল) মেয়াদকাল উত্তীর্ণ হলেও করোনা ইস্যুতে কোন সাধারন সভা আহবান করা সম্ভব হয়নি। এছাড়াও বর্তমান কমিটি বিলুপ্তি বা নির্বাচন বা কমিটি গঠনের কোন রুপ চিঠি ইস্যু করা হয়নি। উক্ত তারিখের সভায় উপস্থিত আবু সাউদ মাসুদ ঐদিন পর্যন্ত সংগঠনের সাধারন সদস্য নয় বলেও আমরা জানি। এমতাবস্থায়, সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথাকথিত কোন কমিটির সাথে আমাদের নি¤œ স্বাক্ষরকারীদের কোনরুপ সম্পর্ক নেই বলে পরিস্কার ভাবে সংগঠনের সকল সদস্যকে অবগত করলাম। পাশাপাশি সংগঠনের বর্তমান কমিটি (দীপু- সোহেল) এখনও পর্যন্ত বহাল রয়েছে বলেই আমরা জানি।
বার্তা প্রেরক-
(হাবিবুর রহমান বাদল)
প্রতিষ্ঠাতা সভাপতি
নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স
এসোসিয়েশনের
প্রকাশক ও সম্পাদক
দৈনিক ডান্ডিবার্তা
(কামরুল ইসলাম সোহেল)
সাধারন সম্পাদক
নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স
এসোসিয়েশনের
(কাজী ইসলাম মিয়া)
প্রকাশক ও সম্পাদক
দৈনিক সচেতন
কোষাধ্যক্ষ
নারায়ণগঞ্জ নিউজ পেপার
ওনার্স এসোসিয়েশন
(রাজু আহমেদ)
প্রকাশক
দৈনিক নারায়ণগঞ্জের আলো
যুগ্ম সাধারন সম্পাদক
নারায়ণগঞ্জ নিউজ পেপার
ওনার্স এসোসিয়েশন