বিজয় বার্তা ২৪ ডট কম
লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের উদ্যোগে শহরের মাসদাইর এলাকায় বোয়ালিয়া খাল সড়কে সুন্দর্য বর্ধন প্রকল্পে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিথ ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম প্যানেল মেয়র ও ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজা বিভা, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের প্রেসিডেন্ট লায়ন আশরাফুজ্জামান হিরাশিকো,
ক্লাবের সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান মুরাদ, সহ অন্যান্যদের মধ্যে উপস্থিথ ছিলেন, ক্লাবের সদস্য লায়ন রাকিব উল হাসান, লায়ন শামসুল আরেফিন রনি।
এসময় বোয়ালিয়া খাল সড়কে নারায়ণঞ্জ সিটি কর্পোরেশনের সুন্দর্য বর্ধন প্রকল্পে সড়কের পাশে বনজ ও ঔষুধি গাছের শতাধিক চারা রোপন করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিথ ছিলেন।