বন্দরে শিক্ষক লাঞ্ছনার ঘটনার রেশ কাটতে না কাটতেই
রূপগঞ্জে প্রধান শিক্ষককে জুতাপেটা করলো ইউপি সদস্য বিউটি
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চাপাক্ষোভ
নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার রেশ কাটতে না কাটতেই রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিউটি আক্তার কুট্টি গতকাল চনপাড়া এলাকার আল-আমিন মডেল একাডেমীর প্রধান শিক্ষক মো. ফারুককে জুতাপেটা করেছে। ওই শিক্ষকের অপরাধ ইউপি সদস্য কুট্টির দুই নাতি-নাতনিকে বিনা টাকায় স্কুলের পড়ানোর সুযোগ করে না দেয়া। গতকাল বেলা ১১টার দিকে এ নিয়ে চনপাড়া এলাকার আল-আমিন মডেল একাডেমীর প্রধান শিক্ষক মো. ফারুকের সাথে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির কথা কাটাকাটি হয়। এর জের ধরে ইউপি সদস্য কুট্টি ওই স্কুলের প্রধান শিক্ষক মো. ফারুককে বেধরক জুতাপেটা করে ও তার রুমের আসবাবপত্র তছনছ করে। ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ব্যাপারে আল-আমিন মডেল একাডেমীর প্রধান শিক্ষক মো. ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বিকার করেন। একইভাবে কায়েতপাড়া ইউপির ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য বিউটি আক্তার কুট্টি জানান, আল-আমিন মডেল একাডেমীর প্রধান শিক্ষক মো. ফারুক তার কথা শোনেনি। তাই তাকে জুতাপেটা করা হয়েছে।
জুতাপেটার ঘটনা নিয়ে স্কুলের শিক্ষক , শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চাপাক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা শিক্ষক মো. ফারুককে লাঞ্ছনাকারী ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, ঘটনা জানাজানি হওয়ার পর ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির পক্ষে কয়েকজন প্রভাবশালী লাঞ্ছিনার শিকার হওয়া শিক্ষক মো. ফারুককে নানা ভাবে হুমকী-ধামকী দিয়ে আসছেন।আরেকটি পক্ষ তাকে ম্যানেজ করতে লোভনীয় অফার দিচ্ছেন বলেও শোনা যাচ্ছে। তবে ইউপি সদস্য কর্তৃক শিক্ষক লাঞ্ছনার ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।