নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক ও শাহাদাৎ বার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক এটিএম কামাল বলেছেন, আজ আমাদের গণতন্ত্র ধ্বংসের পথে মানবাধিকার ভুলুণ্ঠিত। মানুষের ভোট দেয়ার অধিকার নেই, কথা বলার অধিকার নেই। আসুন, জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীকে সামনে রেখে আমরা নতুন করে উজ্জীবিত হই।’ ইনশাল্লাহ গোটা বাংলাদেশ শহীদ জিয়ার আদর্শ ও দর্শনের ভিত্তিতে আবার নতুন করে জেগে উঠবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ বিনির্মান করবে।
জিয়াউর রহমান প্রসঙ্গে বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একটি নাম নয়, তিনি একটি ইতিহাস। বিভক্ত বাঙালী জাতি তার ডাকে এক কাতারে শামিল হয়ে দেশ গড়ার কাজে অংশ নিয়েছিল। তার কাছে ছিলনা কোন ভেদাভেদ। সকলের মাঝে সাম্যের রাজনৈতিক চিন্তাধারা প্রতিষ্ঠার জনক শহীদ জিয়া। এ কারণে তিনি অমর হয়ে আছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশের ইতিহাস ও মানচিত্রের সাথে চিরদিন জড়িয়ে থাকবে। শহীদ জিয়া একদিকে যেমন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, অন্যদিকে উন্নয়ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে একটি বিপ্লবের সূচনা করেছিলেন। সার্কের আঞ্চলিক চিন্তা জিয়াউর রহমানই শুরু করেছিলেন। তিনি এই অঞ্চলে সহযোগিতার স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন। আমারা সেই মানুষটিকে বেশিদিন ধরে রাখতে পারিনি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রুদের হাতে তিনি ৩০ মে চট্টগ্রামে নির্মম ভাবে শাহাদাৎ বরন করেছিলেন।’
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ নগর বিএনপির চারদিনের কর্মসূচীর দ্বিতীয় দিনে “বাংলাদেশ ও একজন মেজর জিয়া” শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসকল কথা বলেন । রবিবার (২৯ মে) বিকেলে নগরীর প্রানকেন্দ্র ডিআইটি রোডস্থ জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে আরো বক্তব্য রাখেন মনির মল্লিক, মনোয়ার হোসেন শোখন, মোঃ আওলাদ হোসেন, নূর মোহাম্মদ, পারভেজ মল্লিক, জিয়াউর রহমান জিয়া, মাকিদ মোস্তাকিম শিপলু, হাফেজ শিব্বির, আশিকুর রহমান আলি, শাহরিয়ার চৌধুরী ইমন, মোঃ রাজু আহমেদ, দেলোয়ার হোসেন শাহ প্রমুখ।