নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সুন্দরবন বিনাশী সকল প্রকল্প বাতিলসহ বিভিন্ন দাবীতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন।
রবিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহিদ মিনারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
এসময় বক্তরা বলেন, সুন্দরবন বিলাশী সকল প্রকল্প বাতিল, বাঁশখালী হত্যাকাণ্ডের বিচার, বাজেট জাতীয় সক্ষমতা বিকাশে জাতীয় কমিটির সাত দফা বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে ।
তেল , গ্যাস, খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলার আহবায়ক রফিউর রাব্বীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ওয়ারকার্স পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, কমিউনিস্ট পার্টি নেতা দুলাল দাস , গন সংহতি নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক অঞ্জন দাস ও বাম দলের অন্যান্য নেতৃবৃন্দ ।