নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাপতি মতিউর রহমান মতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এক সময়ের জ্বালানি তেল ডিপুর পিয়ন ও আরেক গরুর রাখালের ষড়যন্ত্রে, জাতীয় দৈনিক সমকাল ও স্থানীয় কয়েকটি পত্রিকায় মতির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলব ভাবে মিথ্যা কাল্পনিক সংবাদ প্রকাশ করা হয়েছে দাবি করে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন সিদ্ধিরগঞ্জের গোদনাইল শাখার উদ্যোগে রবিবার সকাল ৮ টায় এসও রোড মেঘনা প্রেট্রোলিয়াম লিমিটেড ( তেল ডিপোর) প্রধান গেইটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি। বিশেষ অতিথি ছিলেন, ট্যাংকলরী মালিক সমিতির হাজী মোয়াজ্জেম হোসেন, মহিউদ্দিন, হাজী নূরুল আমিন, শ্রমিক ইউনিয়নের আবদুল আজিজ, জজমিয়া, মজু মেম্বার, আবুল কালাম জাকির মন্ডল ও হযরত আলী প্রধান।
সভায় বক্তারা বলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ ও বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন গোদনাইল শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতির বিরুদ্ধে, সিদ্ধিরগঞ্জে মতির বেপরোয়া গতি শিরোনামে গত ২৫ মে জাতীয় দৈনিক সমকাল ও একই সংবাদ ২৬ মে স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, মতি জোর করে ট্যাংকলী ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন করে ডিপো থেকে জ্বালানি তেল চুরি করছে।
এ ছাড়াও চাঁদাবাজিসহ বিভিন্ন আপরাধে মতি জড়িত এমন অভিযোগ তুলা হয়েছে সংবাদে। যার কোন ভিত্তি নেই। ক্ষমতাসিন আওয়ামীলীগের ভাবমুর্তি ও মতিকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে এসও এলাকার একসময়ের তেল ডিপুর পিয়ন ও আরেক গরুর রাখালের ষড়যন্ত্রে অর্থিক সুবিধা পেয়ে মিথ্যা কাল্পনিক সংবাদ প্রকাশ করা হয়েছে। এক সময়ের পিয়ন ও গরুর রাখাল কি করে রাতা রাতি কোটি কোটি টাকার মালিক হয়েছে তা তদন্ত করলেই বের হয়ে যাবে থলের বিড়াল। কারণ বিগত চারদলীয় জোট সরকার আমলে ওই গরুর রাখাল চক্র তেল চুরিসহ এসও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে ছিল। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর রাখাল চক্রের চাঁদাবাজি, তেল চুরি বন্ধ হয়ে পড়ায় সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্যদিয়ে সংবাদ প্রকাশ করিয়ে মতিকে বেকায়দায় ফেলে আবার এসও এলাকায় রাম রাজত্ব কায়েম করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে রাখাল বাহিনী। নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর এক সময়ের গরুর রাখাল, নুন আনতে যার পান্তা ফুরাতো সেই সিরাজুল ইসলাম মন্ডলকেই ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যায়িত করেছে বক্তারা। এ ছাড়াও ওই ষড়যন্ত্রকারী চক্রের মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানায় বক্তারা।সভায় আরো উপস্থিত ছিলেন,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু কালিপদ মল্লিক, যুবলীগ নেতা খন্দকার মানিক মাষ্টার,আশরাফ উদ্দিন,রাব্বি,মামুন,গিয়াস উদ্দিনসহ ট্যাংকলরী মালিক ও শ্রমিকরা।