বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগায়ের কাঁচপুরে এ্যম্বুলেন্সের
ধাক্কায় এক অটো চালক নিহত।
মঙ্গলবার সন্ধ্যায় জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। এসময় আরো একজন আহত হয়।
পুলিশ দূর্ঘটনার জন্য দায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এ্যাম্বুলেন্সটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
নিহত আব্দুল কাফী উপজেলার কাঁচপুর এলাকার ইয়াকুবের ছেলে। আহত আহাদ মিয়া কিশোরগঞ্জ জেলার চারাইল থানার বাসিন্দা। আহত ব্যক্তিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঢাকামুখী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি দ্রুতগামী এ্যাম্বুলেন্স কাঁচপুরে নিয়ন্ত্রন হারিয়ে পর পর দুইটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশা দুইটি এবং এ্যাম্বিলেন্সটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যায় ও দূর্ঘটনার পর স্থানীয়রা এসে আশংকাজনক অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধারসহ এ্যাম্বুলেন্স টি আটক করে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজ্জাফের হোসেন জানান, ঘাতক এ্যাম্বুলেন্সের চালককে আটকের চেষ্টা চলছে এবং দূর্ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহতের লাশ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।