বিজয় বার্তা ২৪ ডট কম
মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জে সাংবাদিকদের ঈদ উপহার দিলেন যুবলীগ নেতা আবুবক্কর সিদ্দিক মিথুন। রবিবার দুপুরে তার নিজেস্ব অর্থায়নে জেলায় কর্মরত সাংবাদিকদের হাতে ঈদ উপহার তুলেন দেন।
এর আগে যুবলীগের তরুন এই নেতা জেলার বিভিন্ন উপজেলার গ্রাম, পাড়া,মহল্লায় কর্মহীন পরিবারদের বাড়ী বাড়ী খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন। তার এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মিথুন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সার্বিক সহযোগিতায় ও পরামর্শে করোনায় ক্ষতিগ্রস্থ্য মানুষের পাশে থাকার চেষ্টা করছি। করোনা পরিস্তিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমার সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।