বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনা যুদ্ধে অবিরাম ছুটে চলা সেই এসিল্যাণ্ড হাসান বিন অালী করোনাভাইরাসে অাক্রান্ত হয়েছেন। গত শনিবার তিনি নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে টেস্ট করান। রোববার টেস্টের রেজাল্ট পজিটিভ অাসে বলে জানান তিনি।
ডাক্তারের পরামর্শে তিনি বর্তমানে বাসায় অাইশোলেসনে রয়েছেন।
সদর উপজেলার এই কমিশনার (ভূমি) একই সাথে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ৩৪ তম ব্যাচের সাধারণ সম্পাদক।
গত ১৯ মে ম্যাজিস্ট্রেট হিসেবে ফকির গার্মেন্টসে শ্রমিকদের অবরোধ ভাঙচুর নিয়ন্ত্রণে তিনি কাজ করেন। এই গার্মেন্টসের ২১ জন শ্রমিক করোনায় অাক্রান্ত।
সর্বশেষ গত পরশু ফতুল্লার প্রিজমা ফ্যাশন এবং সিদ্ধিরগঞ্জের ওয়েস্ট নীটের শ্রমিক বিক্ষোভেও গিয়েছিলেন তিনি।
করোনার হটস্পট খ্যাত নারায়ণগঞ্জে শতভাগ ঝুঁকি থাকা সত্বেও হাসান বিন অালী করোনা যুদ্ধে মানুষের সেবায় অবিরাম কাজ করেছেন। সেবার ব্রত নিয়ে তিনিসহ অন্যরা জেলার বৃহত্তম সদর উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিরলসভাবে কাজ করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা অনুযায়ী শুরু থেকেই এসব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করে নারায়ণগঞ্জবাসীদের মাঝে আস্থার প্রতীকে পরিণত হন এই এসিল্যাণ্ড।
উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত করোনা অাক্রান্তের সংখ্যা দুই হাজার একশ চারজন। এর মধ্যে সদর উপজেলায় অাক্রান্ত ৭১৮ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৭২ জন।