বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের ১২ হাজার পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর আব্দুল করিম বাবু। শনিবার সকাল থেকে ১৭নং ওয়ার্ডের ১২টি স্পট থেকে এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১৭ নং ওয়ার্ডের কেউ যেন ঈদের দিন না খেয়ে থাকতে হয় সেজন্য প্রতিবারের ন্যায় এবারও ঘরে ঘরে ঈদ খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন কাউন্সিলর আব্দুল করিম বাবু। ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে পোলার চাল, ভাতের চাল, তেল, সেমাই, মুগডাল, চিনি ও লবণসহ ঈদ খাদ্য সামগ্রী।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহাসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিরা।
এরআগে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে নারায়ণগঞ্জ জেলা লকডাউন ঘোষনার পর কর্মহীন নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন কাউন্সিলর বাবু। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ১৭নং ওয়ার্ডে। সরকারি বরাদ্দ ছাড়াও ১৭ নং ওয়ার্ডের নিজ উদ্যোগে ১৪ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর আব্দুল করিম বাবু। ওয়ার্ডবাসীর ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেন তিনি। তাই স্থানীয় বাসিন্দারা কাউন্সিলর বাবুকে খাবারের ফেরীওয়ালা উপাধি দিয়েছিলেন। এছাড়াও লকডাউন চলাকালে ১৭নং ওয়ার্ড ছাড়াও ১৫, ১৬, ও ১৮নং ওয়ার্ডের খাদ্য সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর বাবু। পাশাপাশি মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে ১৭ নং ওয়ার্ডে সাধারণ মানুষকে সচেতন করতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, জীবাণুনাশক স্প্র এবং এলাকায় সচেতনতামূলক লিফলেট ও মাইকিংসহ জীবনের ঝুঁকি নিয়ে ১৭নং ওয়ার্ডবাসীর কল্যানে কাজ করেছেন কাউন্সিলর আব্দুল করিম বাবু।