স্টাফ রিপোর্টা,বিজয় বার্তা ২৪
জাতীয় সংসদের সদস্য সেলিম ওসমানের বিরুদ্ধে সংবিধান ও প্রচলিত আইন লঙ্ঘনের অভিযোগ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
নারায়ণগঞ্জের পিয়ার লতিফ সাত্তার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানে ধরে ওঠ-বস করার ঘটনায় এই অভিযোগ করে দলটি। আর এই ঘটনায় সংবিধান লঙ্ঘনের অপরাধে তার সংসদ সদস্য পদ বাতিল করে তাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছে দলটি।
ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা শনিবার এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন,কেবলমাত্র প্রধান শিক্ষকের পদ দখলের মতো নোংরা কাজের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের জাতীয় পার্টি দলীয় সংসদ সদস্য সেলিম ওসমান কর্তৃক পরিকল্পিতভাবে সম্মানিত শিক্ষক নিগ্রহের পরিপ্রেক্ষিতে সারা দেশে প্রতিবাদ-বিক্ষোভের ঝড় উঠেছে, এমনকি সরকারের একাধিক মন্ত্রী এ বিষয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তখন সেলিম ওসমান বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার অসৎ উদ্দেশ্যে হেফাজতে ইসলামের মতো ঘৃণ্য সাম্প্রদায়িক অপশক্তিকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক নোংরা কার্ড খেলার অপচেষ্টা চালিয়েছেন। সর্বশেষ মতবিনিময় সভার নামে টাকা দিয়ে হেফাজতে ইসলামের লোকজন ভাড়া করে এনে তিনি সেখানে আরো নোংরা তামাশা করেছেন।
নেতারা আরো বলেন, নারায়ণগঞ্জের এ ঘটনায় দেশের বিভিন্ন স্থানে নাস্তিকতা কিংবা ধর্ম অবমাননার অজুহাত তুলে কিছুসংখ্যক দুষ্কৃতিকারী সামাজিক অসন্তোষ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আগে এ জাতীয় উগ্রতা চলত সাম্প্রদায়িকতার নামে, এখন সেটাকে নাস্তিকতার রূপ দেওয়া হয়েছে।
বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার হয়েছিল শান্তি, সাম্য ও ভ্রাতৃত্বের ধর্ম হিসেবে। কিন্তু উগ্র ধর্মীয় সশস্ত্র জঙ্গিবাদের পৃষ্ঠপোষকরা ইসলামের নামে আজ যেভাবে জঙ্গিবাদী অপতৎপরতা চালাচ্ছে তা পরিষ্কারভাবেই ধর্ম তো বটেই, এমনকি বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের বিরোধী। নারায়ণগঞ্জের সাংসদ সেলিম ওসমান সেই অপকর্মটিই সুপরিকল্পিতভাবে করেছেন এবং করে চলেছেন। এ জাতীয় অপকর্মকে প্রশ্রয় দেওয়ার অর্থ হলো সংবিধান ও আইন পরিপন্থী কর্মকে উস্কে দিয়ে বাংলাদেশের প্রচলিত সামাজিক ও ধর্মীয় সহনশীলতার ধারাকে বিনষ্ট করা।
বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বলেন, সামাজিক শৃঙ্খলা, আন্তঃধর্মীয় সহনশীলতা, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনাবোধ, আইনের শাসন এবং সংবিধান সমুন্নত রাখার প্রয়োজনে অবিলম্বে সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিল করে তাকে দ্রুত গ্রেপ্তার পূর্বক বিচারের মুখোমুখি করা হোক।