বিজয় বার্তা ২৪ ডট কম
করোনার হটস্পটের জেলা নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪২ জন। এই নিয়ে জেলায় মোট মারা গেছেন ৩৭ জন এবং আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৮৪। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছেন। গতকাল নারায়ণগঞ্জে এই মৃতের সংখ্যা ছিল ৩৫ জন ও মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫৪২ জন।এই পর্যন্ত জেলায় মোট ১৭৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৫ জন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মৃত ও আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী। এ পর্যন্ত মারা গেছেন ২০ জন ও আক্রান্ত ৪০১ জন(নাসিকের বন্দর উপজেলা বাদে)।