নারায়ণগগঞ্জ,বিজয় বার্তা ২৪
আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন।সেই জুম্মার নামায পড়তে এসে সাধারন মুসুল্লীরা আল্লাহর কাছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও ১৩নং ওর্য়াড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বিচার চাইলো। হাঁটু পর্যন্ত ময়লা ও দূর্গন্ধ পানি দিয়ে হেঁটে মসজিদে এসে তারা নিজেদের ক্ষোভ প্রকাশ করে। গলাচিপা বাইতুল মামুর নতুন মসজিদে নামায পড়তে আসা মুসুল্লিরা বলেন, নারায়ণগঞ্জে এতো উন্নয়ন হয়েছে কিন্তু গলাচিপার এ রাস্তাটির উন্নয়ন করতে সমস্যা কই। আমরা কি সিটি কর্পোরেশনকে কর দেই না।
তাছাড়া যেহুতু এখানে একটি মসজিদ আছে শত শত মুসুল্লিরা নামায পড়তে আসে কমিশনার কি পারে না কয়েকটি বালুর বস্তা ফেলে দিতে। শুধু উন্নয়ন করছেন বলবেন আর আমরা ময়লা দূর্গন্ধ পানি দিয়ে নামায পড়বো আল্লাহ্ যেন তাদের বিচার করে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে ১৩নং ওর্য়াড ভিআইপি হিসেবে পরিচিত। কিন্তু সে ওর্য়াডের বাসিন্দারে একটু বৃষ্টি হলেই চরম ভোগান্তি পোহাতে হয়। একটু বৃষ্টি হলেই মাসদাইর বাজার হতে গলাচিপার মোড় পর্যন্ত পানি জমে যায়। প্রতিদিন সাধারন মানুষ বাধ্য হয়ে এ পানি দিয়ে তাদের কাজে যায়। সব চেয়ে বেশি বিপদে পড়ে মুসুল্লিরা তারা প্রতি ওয়াক্ত নামায পড়তে যায় এ ময়লা ও দূর্গন্ধ পানি দিয়ে।