নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ৫০পিছ ইয়াবা ট্যাবলেটসহ মকবুল হোসেন(৩৫) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশ। বৃহস্পতিবার রাতে মদনপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মকবুল সুদূর সোনারগাঁ থানাধীন পাকুন্ডা গ্রামের আলমাস মোল্লার ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে,মাদক ব্যবসায়ী মকবুল দীর্ঘ দিন ধরে বন্দরের বিভিন্ন স্থানে মাদকের রমরমা বানিজ্য চালিয়ে আসছিল। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত পৌণে ৯টায় মদনপুর বাসষ্ট্যান্ডের সামনে অবস্থান করে বিক্রির সময় গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশের একটি চৌকশ টীম উপ-পরিদর্শক আনোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হানা দিয়ে তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ তার হেফাজতে থাকা পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় ৫০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃতকে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।