নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আল্লাহ ও রসুলের কটুক্তিকারী নাস্তিক শ্যামল কান্তি ভক্তের ফাঁিসর দাবীতে এবং দানবীর এমপি সেলিম ওসমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শুক্রবার কুতুবপুর শাহি ঈদগাঁ মাঠে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কুতুবপুর সচেতন নাগরিক সমাজের ব্যানারে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মীর হোসেন মীরুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ক্যাপটেন(অবঃ) হাজী বেলায়েত হোসেন।
আরো বক্তব্য রাখেন বায়তুন নুর জামে মসজিদের সভাপতি হাজী শাহজাহান শিকদার,ইসলামিয়া বাজার বায়তুল আমান মসজিদের সেক্রেটারী মোঃ হাসান, তোফাজ্জর বায়তুন নুরজাহান জামে মসজিদের সাধারন সম্পাদক ইব্রাহিম খান,শাহি মাদ্রাসার সভাপতি নুরুল ইসলাম কন্ট্রাকটর,বাংলাদেশ ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ বাতেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক গাড়ীচালক জালাল মিয়া,ইসলামিয়া বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মনির হোসেন দিদার,পাগলা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির ক্রীড়া সম্পাদক মাহবুবুল আল শিকদার, ফতুল্লা থানা ছাত্রলীগের নেতা কামরুল হাসান শাকিল,জাকারিয়া সরকার জাকিরসহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম ও মুসল্লীরা ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে কটুক্তিকারী নাস্তিক শ্যামল কান্তি ভক্তের ফাঁিসর দাবী করে বলেন, শ্যামল কান্তিকে যারা বাচানোর চেষ্টা চালাচ্ছেন তারাও নাস্তিক। উক্ত নাস্তিকদেরকেও বিচারের কাঠগড়ায় দাড় করাতে হবে।
বক্তারা আরো বলেন, নাস্তিকের শাস্তি দিয়ে দানবীর এমপি সেলিম ওসমান সাচ্চা মুসলমানের দায়িত্ব পালন করেছে। এ জন্যে তাকে অভিনন্দনসহ তার জন্যে কোটি কোটি মুসলমানের দোয়া জায়েজ হয়ে গেছে। আর সেলিম ওসমানের বিরুদ্ধে যারা অপপ্রচারে লিপ্ত রয়েছে তাদেরও বিচার দাবী করেন মানববন্ধনে অংশ নেয়া মুসল্লীরা।