নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ফতুল্লা কাঠের পুল অঞ্চলে বনানী অ্যাপারেলস লিঃ এর শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবীতে বৃহস্পতিবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সম্মুখে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও শহরে মিছিল অনুষ্ঠিত হয়।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ণ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম.এ. শাহীন। বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলার নেতা দুলাল সাহা, বনানী অ্যাপারেলস লিঃ এর শ্রমিক নাসিমা আক্তার।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন- বনানী অ্যাপারেলস লিঃ কারখানার মালিক শ্রমিকদের ৩ মাসের বেতন বকেয়া রেখে ২মে থেকে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে রেখেছে। একাধিক তারিখ প্রদানের পরেও শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করছে না। কারখানার মালিক শ্রমিকদের পাওনা টাকা আত্মসাতের অপচেষ্টা চালাচ্ছে। শ্রমিকদের পাওনা টাকা পরিশোধের বিষয়ে শ্রমিক ও মালিক পক্ষের সর্বশেষ আলোচনা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার শ্রমিকদের পাওনা পরিশোধের কথা থাকলেও তা করা হয়নি। মালিকের এহেন শ্রমিক হয়রানীর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও অনতিবিলম্বে বনানী অ্যাপারেলস লিঃ এর শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবী জানাই।
রমজান মাস ও ঈদকে সামনে রেখে ঐ কারখানার মালিক শ্রমিকদের বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকদের আন্দোলনমুখী করে রাজপথে বিক্ষোভে ঠেলে দিয়ে শিল্পাঞ্চলে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করছে। শিল্পাঞ্চলে কোন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে এর দায় দায়িত্ব মালিককে বহন করতে হবে। অর্থাৎ শিল্পের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। আগামী ৭২ ঘন্টার মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করা হলে আরো শক্তিশালী আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দাবী আদায় করা হবে।