ফতুল্লা,বিজয় বার্তা ২৪
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০জন জুনিয়র বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ১২ জনই ট্যালেন্টপুলে বৃত্তি লাভে সক্ষম হয়েছে। এর আগে মাধ্যমিক জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় ৪২ জন শিক্ষার্থী জিপিএ-৫ মানে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের সফলতা অর্জনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,সদস্য তুষার আহমেদ মিঠু,আনিসুজ্জামান অনু,জয়নাল সরদার, মোঃ শহীদুল্লাহসহ প্রধান শিক্ষক আনোয়ার হোসেন অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য,এসএসসি পরীক্ষায় ১৩জন গোল্ডেনসহ ২৬জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি ৮৯.৫৫ শতাংশ পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। আগামীতে ফলাফল আরো ভালো হবে বলে শিক্ষকমন্ডলীসহ ম্যানেজিং কমিটির সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন।