স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
আন্তঃআঞ্চলিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে বিকল্প সরবরাহ লাইন স্থাপনের দাবি জানিয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জ্বালানি বিষয়ক মন্ত্রীরা। সর্বসম্মত এ আবেদন জানানো হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে। বলা হয়েছে, বাংলাদেশের মধ্য দিয়ে বিকল্প সঞ্চালন লাইন স্থাপন করে ত্রিপুরা ও পশ্চিমবঙ্গকে সংযুক্ত করতে হবে। টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।
ত্রিপুরার জ্বালানি বিষয়ক মন্ত্রী মানিক দে রবিবার মিডিয়াকে বলেছেন, নর্থইস্ট রিজিওনাল পাওয়ার কমিটির (এনইআরপিসি) সদস্যরা শনিবার গুয়াহাটিতে বৈঠক করেছেন। তারা কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীকে বিকল্প সঞ্চালন নেটওয়ার্ক স্থাপনের জন্য লিখেছেন।
তিনি বলেন, এর মাধ্যমে শুধু জাতীয় গ্রিডের সঙ্গে সঞ্চালন ব্যবস্থার আধুনিকায়ন হবে তা-ই নয়, একই সঙ্গে সংযোগ দূরত্ব ৫০০ কিলোমিটার কমিয়ে আনবে। এ অঞ্চল এখন বনগাইগাঁও গ্রিডের সঙ্গে সংযুক্ত, যা উচ্চ পাহাড়ি পথ ও বনের ভিতর দিয়ে অতিক্রম করেছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের ভিতর দিয়ে যদি বিকল্প সঞ্চালন লাইন স্থাপন করা হয় তাহলে আঞ্চলিক স্থিতিশীলতায় সহায়ক হবে। নির্ভরযোগ্য সংযুক্তি স্থাপিত হবে।
এনইআরপিসে প্রত্যাশা করে যে, বাংলাদেশের মধ্য দিয়ে এমন সঞ্চালন লাইন স্থাপন করা হলে তাতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।