নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসার সাথে জড়িতদের কঠোর হুশিয়ারী প্রদান করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিজেকে আমার ঘনিষ্ট লোক পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা করবে তা আমি কিছুতেই মেনে নিবোনা। যদি কেহ এধরনের অপকর্মে জড়িত থাকেন তাহলে ভাল হয়ে যান। তানাহলে পরিনাম ভাল হবে না।
বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ঐতিহ্যবাহী চিত্তরঞ্জন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বি.এম আমির হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সরাফত উল্লাহ, নাসিক ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ নূর আলী মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি শংকর হালদার, শিক্ষক,শিক্ষীকা,ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ,নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান,যুবলীগ নেতা মহসিন ভূঁইয়া, খন্দকার মানিক মাষ্টার, সেলিম পাঠান,কাজী সিরাজুল ইসলাম ও ছাত্র-ছাত্রী,অভিবাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় তিনি শিক্ষাদানে শিক্ষকদের উদারতা ও শিক্ষা অর্জনে শিক্ষার্থীদের মনোযোগী হওয়া প্রয়োজন উল্লেখ করে বলেন, যে নতুন প্রজন্মের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে, তারাই যদি মাদকাসক্ত হয়ে দেশ ও সমাজে অশান্তি সৃষ্টি এবং অকল্যাণের কারণ হয়ে দাঁড়ায় তাহলে লাখ লাখ টাকা ব্যয় করে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে লাভ কি। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সামাজের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করার জন্যই শিক্ষা প্রতিষ্ঠান।
এ ছাড়াও তিনি চিত্তরঞ্জন এলাকায় কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ও মাদক ব্যবসায়ী চক্র গড়ে উঠেছে উল্লেখ করে তাদেরকে সাবধান করে দিয়ে বলেন, আমাকে মাঠে নামতে বাধ্য করবেন না। ভাল হয়ে যান। এছাড়াও তিনি শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা শোনে তা আগামী ঈদুল ফিতরের আগেই সামধান করার আশ্বাস প্রদান করেন।