নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান শান্তির দূত। ১৩ মে’র ঘটনা নিয়ে সেলিম ওসমানের বিরুদ্ধে নাটক সাজানো হয়েছে। যারা এই শিক্ষক লাঞ্চিত’র নাটকের মহরত করছে তারা মোনাফেকের কাতারে নাম লিখিয়েছে। নাস্তিক শিক্ষকের পক্ষাবলম্বনকারীরা শয়তানের চাবিকাঠি। বুধবার সকাল ১১টায় বন্দর সাব-রেজিষ্ট্রি অফিসের সর্বস্তরের দলিলল লিখক ও ভেন্ডার সমিতি আয়োজিত আলোচনা ও প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরা বলেন,দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে বাম গড়নার একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। তারা ওসমান পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই ৭ খুন হতে শুরু করে ওই চক্রটি ওসমান পরিবারকে সারাদেশে চিহ্নিত করার নীল নকশা করে আসছে। আমরা জোর গলায় বলবো সাংসদ সেলিম ওসমান কোন শিক্ষককে লাঞ্চিত করেননি তিনি একজন অপরাধীকে শাস্তি দিয়েছেন। ধর্ম নিয়ে যে কটুক্তি করে সে নাস্তিক ছাড়া আর কিছু হতে পারেনা। বন্দর থানা দলিল লিখক ও ভেন্ডার সমিতি’র প্রধাণ উপদেষ্টা হাজী মোঃ আব্দুল করিম দেওয়ানের সভাপতিত্বে দলিল লিখকদের টিনসেড মিলনায়তনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন দলিল লিখক ও ভেন্ডার সমিতি’র সাবেক সভাপতি রোটারিয়ান গিয়াসউদ্দিন চৌধূরী,সাধারণ সম্পাদক মোঃ ওয়ালীউল্লাহ মেম্বার,বর্তমান এডহক কমিটির উপদেষ্টা মোঃ মনির হোসেন প্রধাণ,মোঃ হুমায়ূন কবির মৃধা,হাজী মোঃ দেলোয়ার হোসেন,মোঃ সালাউদ্দিন দেওয়ান,মোঃ হানিফ মিয়া প্রধাণ,এ্যাডভোকেট মাজহারুল আলম খান পাভেল,মোঃ মাসুম ভূইয়া,মোঃ আবুল হোসেন খন্দকার,আঃ জলিল,মোঃ সালাউদ্দিন মিলন,মোঃ শাহাদুল্লাহ মুকুল ও মোঃ খোকন। দলিল লিখক ও ভেন্ডার সমিতি’র অন্যতম উপদেষ্টা মোঃ দবির হোসেনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুজাহিদ সরকার জনি,আব্দুল কাদির,মোঃ ইসমাঈল মিয়া,মোঃ হানিফ মিয়া,আমির হোসেন,হাজী মোঃ সানাউল্লাহ,জসিমউদ্দিন সরকার,মতিউর রহমান,সাজ্জাদুল ইসলাম রানা,মোঃ নাজিমউদ্দিন,দীন ইসলাম দিপু,আমির হোসেন,সুমন শেখ,জাহাঙ্গীর কবির মিঠু,মনির হোসেন,আবুল হোসেন,আরিফ হোসেন,আনোয়ার হোসেন,হাবিবুর,রানা হোসেন,আলমগীর হোসেন,রমজান মিয়া,সহিদুল ইসলাম,মাজহারুল ইসলাম,আলতাফ হোসেন,আশরাফুল আলম,রাকিবউল্লাহ রাজিব,আব্দুল মান্নান,মুকুল হোসেন,মোশারফ হোসেন,মোঃ শরীফউদ্দিন,ইমরান হাসান,ডিএম মাসুম,নাজমুল ইসলাম প্রমুখ।