নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
রাজধানীর ডেমরায় সওজের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। মঙ্গলবার সকাল ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ডেমরা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফারুক আহমেদ এবং সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী ও রামপুরা জোনের এসি (ট্রাফিক) মোঃ জাহাঙ্গীর আলম যৌথভাবে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এ সময়ে উপস্থিত ছিলেন, ডেমরা থানা অফিসার ইনচার্জ এস.এম কাওসার, ইন্সপেক্টর তদন্ত মোঃ সেলিম সহ ডেমরা ও রাজারবাগ পুলিশ লাইনের সদস্যগণ। অভিযানে ডেমরা-রামপুরা সড়কের দুই পাশে অবৈধভাবে নির্মিত প্রায় শতাধিক দোকানপাট ভেঙ্গে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফারুক আহামেদ ও উপ-বিভাগীয় প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী বলেন সওজের জায়গা দখলমুক্ত করতে পূর্বেও এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ উচ্ছেদের পর আবারো সওজের জায়গায় অবৈধভাবে দোকানপাট নির্মান করা হলে তা উচ্ছেদ করা হবে।