বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার গাবতলী থেকে বৃহস্পতিবার ভোরে গ্যাংস্টার গ্রুপের সাত সদস্যকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন- আলামিন, রফিক, আবির, ইমরান, আবির হোসেন, রুবেল ও মামুন হোসেন ওরফে শাওন।
র্যাব-১১ এর অতিরিক্ত এসপি আলেপ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে গ্যাংস্টর গ্রুপের সাত সদস্য আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু ও দুটি গোলতি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটকরা গ্যাংস্টার গ্রুপের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা পোশাক কারখানাগামী নারীদের উত্ত্যক্ত করে আসছে। তাদের নেতৃত্ব দেয় উজ্জ্বল নামের এক সন্ত্রাসী। সে পলাতক রয়েছে। এছাড়া উজ্জ্বলের নেতৃত্বে গ্রুপটি সন্ত্রাসী কার্যক্রম, ছিনতাইসহ অপরিচিত লোকদের নানাভাবে হেনস্থা করে। দীর্ঘদিন নজরদারির পর তাদের আটক করা হয়।