বিজয় বার্তা ২৪ ডট কম
গ্যাস সিলিন্ডার থেকে বরযাত্রী বাসে আগ্নিকান্ড সংগঠিত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি। শুক্রবার সকাল পৌনে ৯টায় বন্দর থানার মদনপুরস্থ রাফি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে ফাঁড়ি উপ-পরিদর্শক নাহিদ মাছুম সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার বিকেলে মেঘালয় ট্রেন্সের্পোট ঢাকা মেট্রো জ ১১-৮০৮৮ নাম্বারে একটি গাড়ী রুপগঞ্জ থানার গাউছিয়া থেকে বড় যাত্রী নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা হয়। পরে উল্লেখিত গাড়ীটি শুক্রবার সকালে বন্দর থানার মদনপুরস্থ রাফি পেট্রোল পাম্পের সামনে আসলে ওই সময় গাড়ীর গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ড সংঘঠিত হয়। পরে বড় যাত্রীরা প্রান রক্ষার্থে দ্রুত গাড়ী থেকে নেমে পরে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।