বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত চলাচল করা উৎসব ট্রান্সপোর্টের বাস বন্ধ হয়ে গেছে।
উৎসব ট্রান্সপোর্টের পরিচালক কাজল মৃধা জানান, ২৩ সেপ্টেম্বর উৎসব পরিবহনের নাম পরিবর্তন করে উৎসব ট্রান্সপোর্ট করা হয়েছে। নাম পরিবর্তনের পর নতুন রুট পারমিট না হওয়ায় বুধবার সকাল থেকেই বাসগুলো বন্ধ করা হয়েছে।
উৎসব ট্রান্সপোর্টের চেয়ারম্যান কামাল মৃধা বলেন, উৎসব পরিবহনের বৈধ চেয়ারম্যান ও মালিক আমি। ২৩ সেপ্টেম্বর পুলিশ বিষয়টির সুরাহা করে দিয়েছে। সেদিনই পরিবহনের নাম পাল্টে উৎসব ট্রান্সপোর্ট করা হয়েছে। অথচ রুট পারমিট ছিল উৎসব পরিবহনের নামে। বৈধ রুট পারমিট না থাকায় বাস চলাচল বন্ধ রয়েছে। আশা করছি, দ্রুত নতুন পারমিট নিয়ে বাস চালু করতে পারবো।