বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোববার দুপুরে বাল্যবিবাহ নিরোধ দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন ইউএনও সোহাগ হোসেন, সহকারি কমিশনার ভূমি উজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা, নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন, মৎস্য কর্মকর্তা আনিচ্ছুজামান ও ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ প্রমূখ।