স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
সায়েম টেক্সটাইল গ্রুপের এজিএম মো. মনিরুল ইসলাম (৩৫) খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
তবে গ্রেফতার হওয়াদের নাম-পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করেননি পুলিশের এই কর্মকর্তা। তিনি জানান, গ্রেফতার হওয়াদের কাছ থেকে মনিরুল ইসলামের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গত ১৭ মে মঙ্গলবার বিকাল ৫টার পর থেকে নিখোঁজ হন মনিরুল ইসলাম। পরদিন বুধবার সকাল ৭টার দিকে খিলগাঁওয়ের শেখের জায়গার মস্তমাঝি এলাকার রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি গুলশান-২ এ অবস্থিত সায়েম টেক্সটাইল গ্রুপের এজিএম ছিলেন।