নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়নগঞ্জে পৃথক অভিযানে দু্ই ভাই বোনকে ১৪’শ পিছ ও তিনজনকে ২২০ পিছ ইয়াবাসহ আটক করেছেন ফতুল্লা মডেল খানা পুলিশ।
সোমবার মধ্যরাতে নারায়ণগঞ্জের রামারবাগ ফতুল্লা ষ্টেডিয়ামের সামনে থেকে বার্মিজ চকলেটের প্যাকেটে থেকে ১৪’শ পিছ ইয়াবাসহ মোস্তফা ও সালমা নামে দু্ই ভাই বোনকে আটক করা হয়।
এদিকে একইদিনে সেমাবার রাত দেড়টায় নারায়নগঞ্জ সদর থানা এলাকার সুমন, মামুন, রাজীব নামে তিনজনকে ২২০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।
অভিযান দুটি ফতুল্লা মডেল থানার এস আই নাহিদ আহাম্মেদ ও এএসআই কামরুল হোসেনের নেতৃত্বে পরিচালনা করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চত করেন।