বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক্টরের চাপায় আবু ছাঈদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় কালাপাহাড়িয়া ইউপির কদমীরচর এলাকার বাছেদ মিয়ার ছেলে। শুক্রবার সন্ধ্যায় কদমীরচর-নয়াগাও সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। নিহতের বাবা বাছেদ মিয়া জানান, তার ছেলে স্থানীয় একটি বালু মাঠ থেকে খেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিল। সড়ক পারাপারের সময় দ্রুতগতির ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তার মাথার একাংশ থেঁতলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাক্টরটি স্থানীয় কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ আটক করেছে। ট্রাক্টরের মালিক নয়াগাওয়ের করিমের ছেলে বিল্লালের বলে জানা গেছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ট্রাক্টর আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকে অভিযান চলছে।