বিজয় বার্তা ২৪ ডট কম
কোরিয়ান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকা’র (KOICA) কান্ট্রি ডিরেক্টর জো হেন-জু’এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার (২ অক্টোবর) সকালে ঢাকার গুলশানে কোইকা’র অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এ সময় সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও কোইকা’র কান্ট্রি ডিরেক্টর জো হেন-জু’এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গণপরিবহন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিসর, পানি শোধণাগার স্থাপন, নাগরিক সেবা অটোমেশন বিষয়ে আলোচনা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, কোইকা’র শিক্ষা উদ্ভাবন বিভাগের প্রধান মিনসিও জু, কোইকা’র সিনিয়র প্রোগাম অফিসার বিশ্বজিৎ কুমার সরকার প্রমুখ।
এ বিষয়ে মো. মঈনুল ইসলাম প্রেস নারায়ণগঞ্জকে বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গণপরিবহন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিসর, পানি শোধণাগার স্থাপন, নাগরিক সেবা অটোমেশন বিষয়ে আলোচনা হয় কোইকা’র কান্ট্রি ডিরেক্টর জো হেন-জু’র সাথে।
তারা যেসব বিষয় নিয়ে কাজ করে থাকেন সেসব বিষয়ে কোরিয়ান সরকারের সাথে আলোচনা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে সব ধরণের সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন তিনি।