বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানার ৬ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী আমজাদ হোসেন ওরফে বল্টু আমজাদকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ। বুধবার রাতে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বল্টু আমজাদ চৌরাপাড়া এলাকার লালচান সরদারের ছেলে। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা,হত্যা,অস্ত্র,ধর্ষণ,চাঁদাবাজী ও রাহাজানিসহ প্রায় দেড়ডজন মামলা রয়েছে। বল্টু আমজাদের গ্রেফতারে এলাকার স্বস্তির নিঃশ্বাস বইতে শুরু করছে। কিছুদিন আগেও সে জনৈক রং মিস্ত্রি শাহিনের স্ত্রী’র শ্লীলতাহানির চেষ্টাকালে তার বিরুদ্ধে মামলা হয়। এছাড়া একই ঘটনার জের ধরে রং মিস্ত্রি শাহিনকে রাস্তায় ফেলে প্রকাশ্যে হত্যার চেষ্টার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাকে এবং তার দুপুত্রকে দু’দফায় গ্রেফতার করে। জামিনে বেরিয়ে সে ফের অপকর্ম করলে বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের একটি তাকে নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।