বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোবারকপুর এলাকায় এক বৃদ্ধকে পিটিয়ে জখম করেছে মাদক সেবী ও ব্যবসায়ীরা। আহত বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধায় উলুকান্দী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধার ছেলে গাজী মহসিন বাদি সোনারগাঁ থানায় হয়ে একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনা এলাকায় থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের মোবারকপুর গ্রামের গাজী হারিছুল (৭৫) নামে বাড়ি হতে উলুকান্দী বাজারে যাওয়ার পথে বৈদ্যের বাজার ইউনিয়নের ইসমাইল মেম্বারের মাদক ব্যবসায়ী ছেলে মোঃ রকির নেতৃত্বে দেলোয়ার, ওয়াজ করুনী ওরফে অক্কু, শাহিন, অনিক সহ আরোও অজ্ঞাত নামা ৫/৬ জনের সন্ত্রাসী বাহিনী বৃদ্ধকে একাপেয়ে লাঠি লোহার রড রামদা দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে আহত বৃদ্ধকে একটি সিএনজি (নারায়ণগঞ্জ থ-১১-১৭১৬) দিয়ে তুলে নেওয়ার চেষ্ঠা করে এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসী রকি সহ তার বাহিনীরা পালিয়ে যায়। পরে আহত বৃদ্ধাকে তার স্বজনরা উদ্ধার করে উপজেলা সাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানা যায়। এ ঘটনায় সোমবার রাতে সোনারগাঁ থানায় বৃদ্ধর ছেলে গাজী মহসিন বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করে।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, বৃদ্ধকে জখম করার ঘটনায় একটি অভিযোগে গ্রহণ করা হয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।