সংবাদ বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’ এর চিফ রিপোর্টার সৌরভ হোসেন সিয়ামকে ছাত্রলীগের উপর মারধরের অভিযোগের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা।
রবিবার বিকেলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার দপ্তর সম্পাদক সাকিব হোসেন কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার (২৮ সেপ্টেম্বর) সাংবাদিক সৌরভ হোসেন সিয়াম তার ৩য় বর্ষের ফরম ফিল-আপের জন্য তোলারাম কলেজ গেলে তার উপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। ছাত্রলীগের মহানগর ও কলেজ শাখার পিয়াস প্রধান, শেখ হাবিবুর রহমান তামিম, শাহরিয়ার পরশ, মেহেদি প্রিন্স ও তোফার নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ১০/১২ জন এই হামলায় যুক্ত ছিলেন। হামলার এক পর্যায়ে পুলিশের কাছে নাম না প্রাকাশ করার কথা বলে তাকে প্রাণনাশেরও হুমকি দেয় হামলাকারীরা। উল্লেখ্য, গত বছরে এপ্রিল মাসের ২৩ তারিখে ছাত্র সংসদের ভেতর আটকে রেখে এরাই সাংবাদিক সৌরভকে বেধড়ক মারধর করে।
বিজ্ঞপ্তিতে সাংবাদিক সৌরভের উপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ছাত্র ফেডারেশন জেলা সভাপতি শুভ দেব বলেন, ছাত্র সংসদের নামে ক্যাম্পাসের ভেতরে এক ভয়ানক টর্চার সেল গঠন করেছে কলেজ শাখা ছাত্রলীগ। এতদিন ছাত্রদের সংসদে ডেকে নিয়ে শারীরিকভাবে নিপীড়ন করা ছিলো তাদের দৈনন্দিনকার ঘটনা। এই নিপীড়নের ঘটনা দিনেদিনে ছড়িয়ে পড়েছে সমগ্র ক্যাম্পাসজুড়ে। এখন ডিপার্টমেন্টের ভেতরে ঢুকে ছাত্রদের উপর হামলা করতে ন্যূনতম কুন্ঠাবোধ করছে না ছাত্রলীগ। অথচ, এই বিষয়ে কলেজ প্রশাসন বরাবরই নীরব ভূমিকায় অবতীর্ণ।
তিনি আরও বলেন, আমরা ছাত্র ফেডারেশন থেকে শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক ও ভয়ভীতিমুক্ত পরিবেশের কথা অনেক আগে থেকেই বলে আসছি। পূর্বেও তোলারাম কলেজের এই অগণতান্ত্রিক পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ছাত্র ফেডারেশনের দুজন সাবেক সভাপতি রফিকুল বাপ্পি, জাহিদ সুজনসহ তৎকালীন কলেজ শাখার অনেক নেতাকর্মীই কলেজের ভেতরে শারীরিকভাবে হামলার শিকার হয়েছেন। তবু আমরা এই সকল হামলা-নিপীড়নের বিপরীতে দাঁড়িয়ে লড়াই-সংগ্রাম অব্যাহত রেখেছি।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুভ দেব বলেন, শুধু সাংবাদিক কেনো ক্যাম্পাসের ভেতর কোন বিরোধী মতকেই তারা সহ্য করতে নারাজ। গত কিছুদিন আগে ছাত্রদলের এক নেতাকে কলেজে মারধর করে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার ঘটনাই যার বড় প্রমাণ। আমরা এই ঘটনারও তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে, সাংবাদিক সৌরভ হোসেন সিয়ামের উপর চিহ্নিত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করছি এবং সরকারি তোলারাম কলেজসহ নারায়ণগঞ্জের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।