বিজয় বার্তা ২৪ ডট কম
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, আমাদের দেশে অনেক অপকর্ম, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে অভিযান শুরু করেছেন। এই অভিযান মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ও অনিয়মের বিরুদ্ধে এই অভিযান চলছে। বিগত সময়ে বিএনপি সরকার কোন দুর্নীতির বিরুদ্ধে কোন কাজ করে নাই। আজকে দেরীতে হলেও প্রধানমন্ত্রী এই শুদ্ধি অভিযান শুরু করেছেন। এটা কোন লোক দেখানো নয়। এই শুদ্ধি অভিযানের আওতায় আওয়ামীলীগ হোক, বিএনপি হোক, চুনপুটি হোক ও রাঘোব বোয়াল হোক কেউ রেহাই পাবেনা।
সড়ক দূর্ঘটনা রোধে চালকদের উন্নত প্রশিক্ষন কেন্দ্র (ডিটিসি) এর শুভ উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রুপগঞ্জে পূর্বাঞ্চল ক্লাব এলাকায় ড্রাইভার্স ট্রেডিং সেন্ট্রারের উদ্যোগে এই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, সবাইকে শাস্তি পেতে হবে। আজকে মির্জা ফখরুল সাহেব বলেন সুইচ ব্যাংকে টাকা। এই ইতিহাস টা আপনাদের তৈরি। হাওয়া কত টাকা সুইচ ব্যাংকে আছে সেটাও আমরা খতিয়ে দেখছি। হাওয়া ভবন থেকে ক্যাসিনো চালু করলো কে? বঙ্গবন্ধু আইন করে জোয়া বন্ধ করলেন। আর বঙ্গবন্ধু হত্যার পর ক্যাসিনো জোয়া চালু করলেন কে? আপনাদের নেতা জিয়াউর রহমান এই জোয়া চালু করেছেন। এই জোয়ার পর্বতক হচ্ছেন আপনারা। আমরা এইসব অপকর্ম, দুর্নীতি ও মানি লন্ডারিং সব কিছুই একে এবে আমরা খোজে বের করবো। আর ক্যাসিনোর মালিকরা কোন দলের কোন কোন নেতাকে কত টাকা দেয় সেটা শুধু আওয়ামীলীগকেই এটা বিএনপিকেও কেউ দেয়। অপেক্ষা করুন রাঘোববোয়াল কারা, চুনপুটি কারা ও অর্থ পাচার করে কারা বের করা হবে।
এসময় ড্রাইভার্স ট্রেডিং সেন্ট্রার এর চেয়ারম্যান মো. নূর নবী শিমু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালায় মন্ত্রী ওবায়েদুল কাদের ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী গাজী গোলাম দস্তগীর (বীরপ্রতিক), সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর অতিরিক্ত সচিব চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিএ) অতিরিক্ত সচিব মো. এহছানে এলাহী। এছাড়া আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া ও জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ প্রমূখ।