বিজয় বার্তা ২৪ ডট কম
সিনহা গার্মেন্টস (ওপেক্স গ্রুপ) এর মালিকের দায়ের করা মামলার শিকার সিনহা গার্মেন্টস (ওপেক্স গ্রুপ) এর শ্রমিকরা আজ ১১ টায় নারায়ণগঞ্জ কোর্টে জামিন পেয়েছে। শ্রম আইন অনুযায়ী ৭ কর্মদিবসের মধ্যে বেতন, রিজাইনকৃত শ্রমিকের প্রাপ্য পাওনা প্রদান, মাতৃত্বকালীন ছুটির টাকা প্রদান, বেআইনি ছাটাই ও নির্যাতন বন্ধসহ ১২দফা দাবি করায় সিনহা গার্মেন্টসের মালিক বেআইনিভাবে ১৫ সেপ্টেম্বর কারখানাটি বন্ধ করে দেয়। আন্দোলনে নেতৃত্বকারী ২৩১ জন শ্রমিকের বিরুদ্ধে ১৯ সেপ্টেম্বর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে এবং ৫ শতাধিক শ্রমিক ছাঁটাই এর ঘোষণা দেয়। মামলার শিকার শ্রমিকরা আজ সোনারগাঁ ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন লাভ করে। জামিনের কাজ পরিচালনা করেন এডভোকেট মাজেদুল হক রাজন। এ সময় উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সোহাগ, দপ্তর সম্পাদক কামাল পারভেজ মিঠু, কাঁচপুর শাখার নেতা আনোয়ার হোসেনসহ গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ। শ্রমিকরা জামিন লাভের পর আদালত চত্বরে সেলিম মাহমুদ মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি করে। জামিনের পর শ্রমিকরা তাদের দাবি দাওয়া নিয়ে স্বতঃস্ফুর্ত মিছিল করে।