বিজয় বার্তা ২৪ ডট কম
অবশেষে নারায়ণগঞ্জে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। অভিযানের প্রথম রজনীতেই গ্রেফতার করা হয়েছে ৬৯ জন । সোমবার দিবাগত রাত থেকে জেলা ব্যাপি এ অভিযান চালায় পুলিশ। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার)পিপিএম (বার) এবং পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) নির্দেশে এ অভিযান শুরু হয়েছে।
উক্ত অভিযানে মোট ২৩ টি মামলা দায়ের করা হয়। এ সংক্রান্তে ৩০ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ১০২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২৩০ পুড়িয়া হেরোইন, ০৩ বোতল ফেনসিডিল, ৭ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এছাড়া ২৬ টি জিআর গ্রেফতারি পরোয়ানা ও ১০ টি সিআর গ্রেফতারি পরোয়ানা সহ ০২ টি সাজা পরোয়ানা তামিল , ও শান্তি শৃঙ্খলা রক্ষাথে ১৫১ ধারায় ০১ জনকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও নারায়ণগঞ্জ জেলায় সকল জুয়ার আসরেও অভিযান চালানো হবে বলে পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। চলমান অভিযানে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কোন তদবীর গ্রহনযোগ্য হবে না। অভিযান পরিচালনায় পুলিশকে কোন প্রকার পূর্বানুমতি নেয়ার প্রয়োজন নেই বলে দেশের সকল প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশের উচ্চ মহল থেকে নির্দেশ দেয়া হয়েছে।