বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
আসন্ন ভালোবাসা দিবসে নতুন এক গান প্রকাশ করতে যাচ্ছেন ফাহমিদা নবী। গানের শিরোনাম ‘মেঘলা মন’। এর কথা লিখেছেন ড. আতিউর রহমান ও সুর করেছেন রাজন সাহা। গানটির সঙ্গীতায়োজন করেছেন মাসুম আমজাদ। অডিওর পাশাপাশি গানটির মিউজিক ভিডিও তৈরি করছেন চন্দন চৌধুরী।
ফাহমিদা নবী বলেন, সারা বিশ্বেই এক গান প্রকাশের হিড়িক চলছে। বিশেষ কোনো দিন সামনে রেখে বিশ্বের অনেক শিল্পীই একটি-দুটি গান প্রকাশ করে থাকেন। সেদিক থেকে আমরাও পিছিয়ে নেই। এখন উৎসব ঘিরে আমরাও এক গান অনলাইন বা সিডিতে প্রকাশ করছি। শুধু তাই না, শ্রোতামহলে এখন এক গানের কদরও অনেক বেশি। তারই ধারাবাহিকতায় নতুন এ গানটি প্রকাশ করা হচ্ছে। তিনি আরো জানান, ভালোবাসা দিবসে গানটি প্রকাশ হবে সিডি চয়েসের ব্যানারে।
এদিকে, দীর্ঘ চার বছর পর সমপ্রতি পার্থ বড়ূয়ার সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। ‘আমার হাতে দিও সবুজ রং’ শিরোনামের গানটির কথা লিখেছেন গোলাম মোরশেদ ও সুর করেছেন তমাল। গানটি থাকছে ‘ভালোবাসার রং’ শীর্ষক একটি মিশ্র অ্যালবামে।