বিজয় বার্তা ২৪ ডট কম
দেড় বছর শারীরিক সম্পর্কের পর বিয়ের কথা বলায় উধাও হয়ে গেছে প্রেমিক হাসান। তাই বিয়ের দাবি নিয়ে তার বাড়িতে আমরণ অনশনে বসেছেন প্রেমিকা।
মঙ্গলবার সকালে এমনই ঘটনা ঘটেছে পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা নতুনপাড়ায়। হাসান একই গ্রামের আবুল কাশেমের ছেলে। এদিকে প্রেমিকা আসার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক হাসান।
প্রেমিকার অভিযোগ, প্রায় তিন বছর আগে হাসানের সঙ্গে তার প্রেম হয়। দেড় বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে হাসান তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছে।
তিনি বলেন, কোনো উপায় না দেখে হাসানের বাড়িতে এসে আমরণ অনশনে বসেছি। এখান থেকে যাব না। হাসান বিয়ে না করলে এখানে বসেই আত্মহত্যা করবো।
প্রেমিকার বাবা জানান, এসব বিষয় জানাজানি হওয়ার পর আমাদের পক্ষ থেকে ছেলে হাসানের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। কিন্তু হাসানের বাবা-মা সম্পর্ক মেনে না নিয়ে তাদের ফিরিয়ে দেন। হাসানও পরিবারের দোহাই দিয়ে বিয়ে করতে অসম্মতি জানায়।
হাসানের বাড়ির লোকজন জানান, হাসান এই মেয়ের সঙ্গে তার সম্পর্কের কথা অস্বীকার করেছে। তাই মেয়ে পক্ষকে ফিরিয়ে দেয়া হয়।
নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, বিষয়টি শুনেছি। ওই বাড়িতে লোক পাঠাচ্ছি।
সাঁথিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি শুনে মেয়েটির বাবা-মাকে ফোন করে ডাকলেও তারা আসেননি। মেয়েটি তার কথায় অনড়। বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছি।